প্রাথমিক শিক্ষায় ব্যর্থ হলে দেশের দুর্নীতি দমন সম্ভব নয়: ইকবাল মাহমুদ

|

স্টাফ করেসপন্ডেন্ট, যশোর
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, প্রাথমিক শিক্ষায় যদি আমরা ব্যর্থ হই, তাহলে দেশের দুর্নীতি দমন সম্ভব নয়। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে প্রকৃত মানুষ গড়ার সোপান। এজন্য দেশের দুর্নীতি দমন করতে হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের বিকল্প নেই।

তিনি বলেন, দুর্নীতি দমন নয়; দুর্নীতি প্রতিরোধ করতে হবে। প্রাথমিক পর্যায়ে দক্ষ মানবগোষ্ঠী গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। দুদক চেয়ারমান ইকবাল মাহমুদ মঙ্গলবার যশোরে ‘প্রাথমকি শিক্ষার মানোন্নয়নের লক্ষে এক মতবিনিময় ও মা সমাবেশে প্রধান অতিথির আলোচনায় একথা বলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে যশোর জিলা স্কুল অডিটোরিয়মে এ সভার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক ড. এএফএম মনজুর কাদির, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply