ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ নেয়ায় ও বন্যার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব শেখ মুজিবুর রহমান।
একই সঙ্গে চিকিৎসার সংকট মেটাতে প্রশিক্ষণে থাকা চিকিৎসকদের প্রশিক্ষণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এসব চিকিৎসদের কাজে যোগদান করানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংবাদ সম্মেলনের আগে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলমের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নিয়ে এক সভা হয়।
সভায় দেশের সরকারি কর্মকর্তাদের অফিস ও আসবাবপত্র নিজেদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সচিব মুজিবুর রহমান জানান, ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত ১৩ হাজার ৬৩৭ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৯ হাজার ৭৪০ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।ভর্তি আছে ৩ হাজার ৮৪৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন আটজন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিলের সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানা গেছে।
Leave a reply