Site icon Jamuna Television

সাহো-র প্রথম গানের টিজার মুক্তি: শ্রদ্ধা ও প্রভাসের রসায়ন কেমন!

বাহুবলীর পর থেকেই বলিউডেও পাকাপাকি জায়গা করে নিয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাস। এবার তাঁর সাহো ছবির জন্য অপেক্ষা করে আছে মুম্বইয়ের টিনসেল টাউন। এই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। তাই এই এক্কেবারে নতুন জুটির রসায়ন পর্দায় দেখতে অপেক্ষা করে আছেন ভক্তরা। সম্প্রতি এই ছবির একটি গানের টিজার মুক্তি পেয়েছে।

এন্নি সোনি নামের এই গান প্রকাশ্যে আসতেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। ৩৬ সেকেন্ডের এই টিজারে শ্রদ্ধাকে সব সময়ের মতোই সুন্দর দেখতে লাগছে। হ্যান্ডসাম হাঙ্ক প্রভাসের সঙ্গে শ্রদ্ধার রসায়নও পছন্দ করছেন ভক্তরা। শ্রদ্ধা এই গানের একটি দৃশ্যের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, এই গানটি মুহূর্তে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং ভালোবাসায় মন ভরিয়ে দেবে।

চারটি ভাষায় এই গানটি মুক্তি পাবে- হিন্দি/পঞ্জাবি, তামিল, মালায়লম, তেলুগু। এই গানটির নির্মাতা গুরু রানধওয়া। তিনিই গানটি গেয়েছেন। ফিমেল ভারশনটি গেয়েছেন তুলসী কুমার।

Exit mobile version