স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করে মন্ত্রী নিজেই বিদেশ সফরে যাওয়ায় সমালোচনা মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। এদিকে এই সমালোচনার পরপরই ভ্রমণ সংক্ষিপ্ত করে আজ রাতেই দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী।
দেশে ফিরেই আগামীকাল ১ আগস্ট, দুপুর ২ টায়,স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে “সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ” বিষয়ে প্রেস ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
এমনটাই জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।
এরআগে ২৮ জুলাই স্বাস্থ্যমন্ত্রী কুয়ালালামপুরের উদ্দেশ্য সপরিবারে রওনা করেন। ৪ আগস্ট তিনি দেশে ফেরার কথা ছিলো।
মন্ত্রী জাহেদ মালেক দেশে নাকি দেশের বাইরে সেটা নিয়েও ধোয়াশা তৈরি হয়েছিলো। তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জানিয়েছিলেন, মন্ত্রী বন্যাদুর্গতদের সাহায্যার্থে তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে অবস্থান করছেন।
পরে স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব মো. ওয়াহাদুর রহমানের সই করা মন্ত্রণালয়ের সময়সূচির বিজ্ঞপ্তিতে দেখা যায়, মন্ত্রী দেশের বাইরে অবস্থান করছেন।
ডেঙ্গুর এই ভয়াবহতার মধ্যে মন্ত্রী বিদেশ সফর নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন অনেকেই।
Leave a reply