বাসের ধাক্কায় ভ্যান চালকসহ ২ যাত্রী নিহত

|

ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ ২ যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের আব্দুল ফকির (৫৫), সামাদ বাবু (৫৮) ও ভ্যান চালক আব্দুর জব্বার (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধাইরা হতে ছেড়ে আসা শ্রীরামপুর যাওয়ার সময় ভ্যান গাড়িটি ঢাকা আরিচা মহাসড়কে সুতিপাড়া এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি দূর পাল্লার বাস চাপা দেয়। এতে ঘটনা স্থলে ভ্যানের চলক ও তাতে থাকা দুইযাত্রী নিহত হয়।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply