জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজগুলোতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে।
১ সেপ্টেম্বর থেকে শুরু করে অনলাইনে আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৬ সেপ্টেম্বর আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত হবার পর আগামী ১ অক্টোবর থেকে ক্লাস শুরু করা হবে কলেজগুলোতে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে অনলাইন আবেদন গ্রহণ করা হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত।
আবেদন ফরম আগামী ১০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে আগামী ২৪ অক্টোবর থেকে ।
কোন শিক্ষার্থী একইসাথে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
Leave a reply