নির্দিষ্ট সময়ে ফল প্রকাশের দাবিতে রাবিতে বিক্ষোভ

|

রাজশাহী প্রতিনিধি:

নির্দিষ্ট সময়ে ফল প্রকাশের দাবিতে আবারো অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ শুরু করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেলে ২য় দিনের মতো ঐ বিভাগের অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

শিক্ষার্থীরা জানান,গত আট মাস আগে শেষ হয়েছে অর্নাসের ২য়,৩য়,৪র্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা,কিন্তু এখন পর্যন্ত ফল প্রকাশ হয়নি। এতে ক্ষুদ্ধ হয়ে শিক্ষার্থীরা গতকাল আন্দোলন শুরু করলে শিক্ষকরা একদিন সময় নেয়, কবে ফলাফল ঘোষিত হবে সেটি নির্ধারনে।

এদিকে নির্ধারিত সময় শেষ হলেও শিক্ষকরা সুনির্দিষ্ট করে ফল প্রকাশের দিন ঘোষণা না করতে পারায় আবারো বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply