ভারতের হরিয়ানার পালওয়ালে গত সোমবার সন্ধ্যায় গাড়িতে করে ব্যবসার গরু নিয়ে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। এসময় তাদেরকে বাধা দেন গোপাল নামে স্থানীয় গো-রক্ষক দলের এক সদস্য। গাড়ি না থামানোয় মোটরসাইকেলে করে গরুবহনকারী গাড়িটির পেছনে ছুটেন গোপাল।
এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। পুলিশের ধারণা, ব্যবসায়ীরা বাধার মুখে সম্ভাব্য আক্রমণ থেকে বাঁচতে গোপালের ওপর গুলি চালিয়েছিলো।
স্থানীয় হোদল থানা এলাকার সন্ধহাদ গ্রামের বাসিন্দা গোপাল গো-রক্ষক দলের সাথে যুক্ত। তিনি বহুবার ব্যবসায়ীদের কাছ থেকে গরু কেড়ে নিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। লাশের ময়নাতদন্ত হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল আশ্বাস দিয়েছেন অপরাধীরা পার পাবে না। পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
ভারতে সম্প্রতি গো-রক্ষার নামে উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে। গত তিন বছরে অর্ধশতাধিক মুসলমান ও অন্য ধর্মাবলম্বী গো-রক্ষকদের হাতে নিহত হয়েছেন।
Leave a reply