Site icon Jamuna Television

এবারের ঈদেও গাইবেন ড. মাহফুজুর রহমান

আগের ঈদগুলোর ধারাবাহিকতায় কোরবানির ঈদেও একক সংগীতানুষ্ঠান করবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানের নাম ঠিক করা হয়েছে ‘একই তো আকাশ দেখি’। ঈদের পরদিন রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানটি প্রচার করবে এটিএন বাংলা।

এবারের অনুষ্ঠানে গান থাকবে ১০টি। এরই মধ্যে অনুষ্ঠানটির ভিডিও ধারণের কাজ সম্পন্ন হয়েছে।

এদিকে, আগের অনুষ্ঠানগুলোর চেয়ে এবারের আয়োজনটি ভিন্ন হবে বলে জানা গেছে। জনপ্রিয় গীতিকবিদের লেখা গানগুলোর পাশাপাশি থাকবে মেলোডি ধাঁচের প্রেম-বিরহের কিছু গান।

২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হন ড. মাহফুজুর রহমান।

Exit mobile version