কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনু নদীতে গোসল করতে নেমে জাহিদ হাসান জিতু (২৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ব্যাংক এশিয়ার ময়মনসিংহ শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার বিকালে উপজেলার সূতারপাড়া ইউনিয়নের বালিখলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত জিতু টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভয়ার কুমুটজানি গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে।
করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার বিকালে বন্ধুদের সঙ্গে হাওরে ঘুরতে আসেন ব্যাংকার জিতু। বিকালে বালিখলা ঘাটে অপর তিন বন্ধুর সঙ্গে ধনু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
পরে সন্ধ্যার দিকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। রাতেই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a reply