রাশিয়ার সাথে পরমাণু বিষয়ক আইএনএফ চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মস্কোর বিরুদ্ধে ক্রুজ মিসাইল মোতায়েনের অভিযোগ এনে শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্নায়ুযুদ্ধ পরবর্তী ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস- আইএনএফ চুক্তির আওতায় ৫শ’ থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার পর্যন্ত রেঞ্জের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ওপর নিষেধাজ্ঞা ছিল।
যুক্তরাষ্ট্রের দাবি, তাদের পাশাপাশি ন্যাটোর আপত্তি সত্ত্বেও চুক্তির শর্ত ভঙ্গ করেছে মস্কো। মোতায়েন করেছে বেশ কয়েকটি মধ্যপাল্লার এসএসসি-এইট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
এ চুক্তি থেকে বেরিয়ে গেলেও রাশিয়ার সাথে নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প। নতুন চুক্তিতে চীনকেও সম্পৃক্ত করতে চান তিনি। ট্রাম্প জানিয়েছেন, এরইমধ্যে প্রস্তাব দেয়া হয়েছে দু’দেশকে।
Leave a reply