ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গত ১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পৃথক দুটি আদেশের মাধ্যমে এসব বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিএমপির ডিসি আ স ম মাহাতাব উদ্দিনকে প্রটেকশন বিভাগে, ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ডিসি মোছা. ফরিদা ইয়াসমিনকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে এবং প্রটেকশন বিভাগের ডিসি হামিদা পারভীনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ডিএমপির এডিসি মো. মাসুদুর রহমান মনিরকে প্রটেকশন বিভাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
বদলির এই নতুন আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স।
Leave a reply