Site icon Jamuna Television

অতিথি পাখির মাংস বিক্রি, নাটোরে একজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরে অতিথি পাখিসহ বিভিন্ন প্রকার দেশীয় পাখির মাংস বিক্রির অপরাধে হাফিজুল ইসলাম নামে একজনের এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকেলে সদর উপজেলার অর্জুরপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুল আরেফিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে অর্জুনপুর গ্রামে হাফিজুল ইসলাম রাতচোরা, বাঘারি, ঘুঘু, ডাউক, চাকলা, বালিহাঁস, শামুকখোল, বক সহ অন্তত ৩০ প্রকার পাখির মাংসের চপ বিক্রি করতো।

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ বক, বালিহাঁস, চড়ুই পাখির মাংস জব্দ করা হয়।

পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ২০১২ সালের ৬ এর ক অনুচ্ছেদ অনুযায়ী হাফিজুলকে এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। পাখি সরবরাহকারী ও শিকারিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

Exit mobile version