পটুয়াখালীতে ৫৩ ডেঙ্গু রোগী, হাসপাতালে নেই ডেঙ্গু পরীক্ষার কিটস

|

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষার কিট না থাকায় ডেঙ্গু পরীক্ষা (এনএসওয়ান) মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। জেলায় এ পর্যন্ত মোট ৫৩ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাই ফিরেছেন। বর্তমানে ২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা সেবা গ্রহণ করছে।

গত ২৪ ঘণ্টায় মোট ৬ জন রোগী নতুন ভাবে ভর্তি হয়েছে হাসপাতালে। এছাড়া কলাপাড়ায় ১, বাউফলে ৬ জন, মির্জাগঞ্জের ২ জন রোগী সনাক্ত হয়েছে। আরো ৫ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন সুমন জানান, গত শুক্রবার ডেঙ্গু রোগ নিয়ে পটুয়াখালী এসেছেন। এসে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তবে হাসপাতালে কোন প্রকার টেস্টের ব্যবস্থা না থাকায় বাহিরে বেশি টাকা দিয়ে পরীক্ষা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্যাথলজি বিভাগের এক প্যাথলজিষ্ট জানান, গত ১লা আগষ্ট ডেঙ্গু পরীক্ষা (এনএসওয়ান) মাত্র ৩০ টি কিটস দেওয়া হয়েছে । এছাড়া ডেঙ্গু আইজিজি আইজিএস কিটস ১০০ পিচ ও চিকন গুনিয়া কিটস ১০০ পিচ কুরিয়ারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠিয়েছে। এরমধ্যে ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষা (এনএসওয়ান) কিটস শেষ হয়েছে। ডেঙ্গু আইজিজি আইজিএস কিটস শেষ পর্যায়ে।

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. সাইদুজ্জামান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় অল্প সংখ্যক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছে। ১৬ জুলাই থেকে আজ দুপুর পর্যন্ত মোট ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ইতোমধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা সেবা গ্রহণ করছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনকে নিয়ে গেছেন স্বজনরা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply