বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে কৃষকদের বিনামূল্যে বীজ সার ও কীটনাশক দেয়া হবে: কৃষিমন্ত্রী

|

টাঙ্গাইল প্রতিনিধি
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকার বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক এমনকি সরিষা, ভুট্টা ও শাকসবজির বীজ বিতরণ করা হবে। যাতে করে কৃষক তার ক্ষতি পুষিয়ে নিতে পারে। এছাড়াও স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাস্তাঘাটের যে ক্ষতি হয়েছে তা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত মেরামত করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
তিনি আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের ভুঞাপুরে টেপিবাড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।

ত্রান বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, জেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনি, ভুঞাপুর পৌর মেয়র মাসুদুল হক তালুকদার প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply