না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে একটি মোটাসোটা আমেরিকান গরুর কথা। মালয়েশিয়ান কয়েকজন ব্যবসায়ী আমদানি করেছেন সেটি। নাম দিয়েছেন ‘মিস্টার ট্রাম্প’।
এক টন ওজনের বিশাল আকারের গরুটিকে মালয়েশিয়ার কেলনতান প্রদেশের এক হাটে তুলেছেন তারা। আমেরিকান ব্রাহম্যান নামের গরুর জাতটি পৃথিবীর সবচেয়ে বড় জাতের গরুর একটি। মূলত ভারত ও ব্রাজিল থেকে আমেরিকায় এই জাতটি নেয়া হয়েছে। এখন সেখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
মালয়েশিয়ায় এত বড় গরুর দেখা মিলে না। তাই ‘মিস্টার ট্রাম্প’কে দেখতে অনেকে জড়ো হচ্ছেন। তার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের একাধিক সংবাদমাধ্যম খবরও প্রকাশিত হয়েছে।
গরুটি মালয়েশিয়ায় আমদানি করা ব্যবসায়ী নুরুল সাদ বলেন, আমাদের এখানে এত বড় গরু হয় না। তাই মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমরা এখানেই এই জাতের গরু উৎপাদন করবো।
তিনি জানান, মিস্টার ট্রাম্পের দাম হাঁকিয়েছেন ২০ হাজার রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকা।
Leave a reply