এশিয়ার দেশগুলোর জনগণ ও এই অঞ্চলের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটনো প্রয়োজন বলে মনে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী প্রিন্স নরোদম রানারিধ তাঁর সঙ্গে দেখা করতে গেলে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দক্ষিণ এশিয়ার নাগরিকদের উন্নয়নের জন্য ঢাকা-নমপেন একসাথে কাজ করবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের সাথে যোগাযোগের জন্য সেতু হিসেবে কাজ করছে। এই লক্ষ্যে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার কথাও বলেন তিনি। তিন দিনের সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a reply