টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ার রাস্তার পাশের জমি থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার আটিয়া ইউনিয়নের ভুড়ভুরিয়া বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলের দিকে মরদেহটি রাস্তার পাশের এক জমিতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে তারা গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপাওে দেলদুয়ার থানার একেএম সাইদুল রহমান বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ৫ থেকে ৭ দিন আগে ওই যুবককে হত্যার পর জমিতে ফেলে রেখে যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a reply