মশা মারার জন্য ভারত থেকে আনা ওধুষের ২টি নমুনাসহ ৩টির পরীক্ষা চালানো হয়েছে। ২৪ ঘণ্টা পর পাওয়া যাবে পূর্ণাঙ্গ ফল। জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের চিফ স্টোর অফিসার মো. নুরুজ্জামান।
বিকেলে, নগর ভবনে ভারত থেকে আনা ওষুধের নমুনা পরীক্ষা করা হয়। তিন ভাগে ৯ টি খাচায় বিভিন্ন ধরনের মশার উপর ওষুধ প্রয়োগ করা হয়। এর ২০ মিনিট পরে খাচাগুলো পরীক্ষা করা হয়। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয় ২৪ ঘণ্টায় কতগুলো মারা যায় তা দেখে দেয়া হবে পূর্ণাঙ্গ ফল। তবে ২০ মিনিট পর কত শতাংশ মশা অজ্ঞান হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরা হয়। নতুন ওষুধ কার্যকর হলে তা দ্রুতই আনা হবে বলে জানান দক্ষিণ সিটির চিফ স্টোর অফিসার।
যে ওষুধগুলো পরীক্ষা করা হয়েছে সেগুলো হলো ডেলটা ম্যাথরিন, মেলাথিওন এবং বর্তমান সিটি করপোরেশনের ওষুধ।
Leave a reply