কাশ্মির নিয়ে ভারতের পদক্ষেপ এ অঞ্চলের আঞ্চলিক সার্বভৌমত্বকে ক্ষুন্ন করেছে।
সম্প্রতি কাশ্মিরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে এমন মন্তব্য করে চীন। একইসাথে চীন এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতাও করে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনাইং বলেন, চীন সবসময়ই চীন-ভারত সীমান্তে ভারতের প্রশাসনিক হস্তক্ষেপের বিরোধিতা করে। এমনকি এ সিদ্ধান্তের মাধ্যমে কেন্দ্রীয় শাসনের অধীনে নেয়া লাদাখ একইসাথে চীনা ভূখন্ড বলে জানায় চীন।
ভারত একতরফাভাবে তার সংবিধান পরিবর্তন করে চীনা সার্বভৌমত্বকেও হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেন হুয়া চুনাইং।
হুয়া বলেন, ভারতের এই পদক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর কোন আইনী ভিত্তি নেই।
হুয়া বলেন, চীন সীমান্ত ইস্যুতে ভারতকে আরও সতর্ক হতে হবে। এবং এমন কোন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে হবে যাতে দুই দেশ তাদের মধ্যকার চুক্তিসমূহ মেনে চলতে পারে।
একইসাথে বিতর্কিত এ অঞ্চলে ভারতের বিপুল সেনা মোতয়নে চীন উদ্বিগ্ন বলেও জানায় এই মুখপাত্র।
হুয়া বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযত আচরণ করতে হবে যাতে কোন পদক্ষেপ এ অঞ্চলের শান্তি বিনষ্ট করে তাতে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি না করে।
তিনি আরও বলেন, এ ইস্যুতে দু দেশকেই আলোচনার মাধ্যমে সমাধান খুজে বের করতে হবে এবং শান্তিপূর্ণ সমাধানে আসতে হবে যাতে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা পায়।
Leave a reply