নিরবিচ্ছিন্ন জ্বালানি দেয়াই সরকারের সামনের দিনের চ্যালেঞ্জ: নসরুল হামিদ

|

জনগণকে সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি দেয়াই সরকারের সামনের দিনের চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সরকার জ্বালানি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জ্বালানির চাহিদা পূরণে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে কাজ করছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। দেশের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে গ্যাস দেয়াকে প্রাধান্য দেয়া হচ্ছে। রাজধানীতে পুরোনো গ্যাস পাইপ লাইন সরিয়ে অটোমেশন করার প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া আগামী দু’ তিন বছরের মধ্যে জ্বালানি খাতকে আরো আধুনিকায়ন করা হবে বলে জানান তিনি। সরকারের বিভিন্ন সংস্থার কাছে এখনো ৫ হাজার কোটি টাকার গ্যাস বিল বকেয়া আছে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply