Site icon Jamuna Television

সৌদি বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা

সৌদি আরবের আবহা বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। বৃহস্পতিবার, হামলার তথ্য স্বীকার করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি।

অবশ্য, পাল্টা বিবৃতিতে ড্রোন দু’টি ভূপাতিত করার দাবি করেছে সৌদি প্রশাসন। হুতিদের দাবি, আবহা বিমানবন্দরের পর্যবেক্ষণ টাওয়ারসহ আরেকটি স্থাপনা ছিলো টার্গেট।

এদিকে, বিদ্রোহীদের সাথে প্রেসিডেন্সিয়াল গার্ডের সংঘাতে উত্তপ্ত ইয়েমেনের এডেন শহর। দফায় দফায় চলছে বন্দুকযুদ্ধ। দু’দিনের সহিংসতায় প্রাণ গেছে অন্তত ৪ জনের। ২০১১ সাল থেকেই গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন। যাতে প্রাণ গেছে ১০ হাজারের বেশি মানুষের। উদ্বাস্তু হয়েছে ৩০ লাখ।

Exit mobile version