আটকে পড়া যাত্রীদের পানি পান করালো সেনাবাহিনী

|

বঙ্গবন্ধু সেতুতে লাইনচ্যুত হয়ে পড়া সুন্দরবন এক্সপ্রেসের যাত্রীদের পানি পান করিয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ সেনাবাহিনী।

দুপুরে সেতুর পূর্ব এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়লে ট্রেনে থাকা যাত্রীরা দুপুরের গরমে তৃষ্ণার্ত হয়ে পরা যাত্রীদের বিশুদ্ধ পানি সরবরাহ করে সেনাবাহিনী। এতে করে গরমের মাঝে যাত্রীদের মাঝে খানিক স্বস্তি আসে।

জানা যায়, ট্রেন লাইনচ্যুত হবার পর সেতুর পাশে অবস্থিত বঙ্গবন্ধু সেনানিবাস থেকে তিনটি গাড়িতে করে পানি নিয়ে উপস্থিত হয় সেনাবাহিনীর সদস্যরা। এসময় ট্রেনের যাত্রীদের মাঝে বিনামূল্য বিশুদ্ধ পানি সরবারহ করেন তারা

ট্রেন যাত্রীরা জানান, তীব্র রোদে যখন সবাই তৃষ্ণার্ত হয়ে পরে তখন সেনাবাহিনীর দেয়া পানি সকলের মাঝে প্রাণ ফিরিয়ে দিয়েছে। এজন্য আমরা সেনাবাহিনীর নিকট কৃতজ্ঞ।

লাইনচ্যুত হওয়ার সোয়া তিন ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করা হলে বঙ্গবন্ধু সেতু দিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply