বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে আলোচনা তুঙ্গে। বিসিবির শর্ট লিস্টে হাইপ্রোফাইল সব কোচ। সবশেষ, নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনকে ঘিরেই বিসিবির আগ্রহ ঘুরপাক খাচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্ব ছেড়ে দিয়ে গুঞ্জনের পালে ভালোভাবেই হাওয়া লাগিয়েছেন হেসন। তবে, হেসন শুধু বিসিবি নয়, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কোচের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন। এমনকি হেসনকে নিয়ে আগ্রহী পাকিস্তানও।
নিউজিল্যান্ডের ‘স্টাফ’ পত্রিকা জানাচ্ছে, হেসনের চোখ ভারত আথবা পাকিস্তানের দিকে। পাঞ্জাবের চাকরি ছেড়েছেন, এর অর্থ নিশ্চয়ই কোন দেশে চাকরি নিয়ে নিশ্চিত নিউজিল্যান্ডের সাবেক কোচ। তবে এ ব্যাপারে হেসনের কোনো মন্তব্য তারা পায়নি।
বিসিবি যে হেসনকে নিয়ে প্রবল আগ্রহী সেটি নিশ্চিত করেছেন একাধিক পরিচালক। ঈদের পরই ঢাকায় আসতে পারেন হেসন। সেটি হতে পারে এই সপ্তাহেই। অন্যদিকে, ২৫ আগস্ট ভারতের ক্রিকেট বোর্ডের সাথে হেসনের সাক্ষাৎকার হতে পারে বলে শোনা যাচ্ছে।
ছয় বছর কিউইদের কোচ ছিলেন মাইক হেসন। তাঁর অধীনে ২০১৫ বিশ্বকাপের ফাইনাল খেলে নিউজিল্যান্ড। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা টেস্টে তিনে উঠা সব সাফল্য নিউজিল্যান্ড পেয়েছে তার সময়ে। ক্রিকেটে অবদানের স্বীকৃতি স্বরূপ দেশটির দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয় হেসনকে। সেই হেসনেই যে মজেছেন বিসিবির কর্তারা, তাতে কোনো সংশয় নেই।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply