বড় জয়ে লিগ শুরু লিভারপুলের

|

বড় জয় দিয়ে মৌসুম শুরু করলো ইংলিশ জায়ান্ট লিভারপুল। ২০১৯-২০ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে নরউইচ সিটিকে ৪-১ গোলে হারিয়েছে য়্যুর্গান ক্লপের শীর্ষরা। প্রথমার্ধেই ৪ গোলে লিড নেয়া অল রেডরা দ্বিতীয়ার্ধে কোনো গোলের দেখা পায়নি। তবে ৬৮ মিনিটে তেমু নরউইচের হয়ে এক গোল শোধ করলে ব্যবধান কমায় সফরকারীরা।

এনফিল্ডে প্রায় ৫৩ হাজারের উপরে দর্শক হাজির হন এবারের ফুটবল মৌসুম শুরুর সাক্ষী হতে। ঘরের মাঠে তাই ভালো শুরুর বাড়তি চাপ ছিলো ক্লপের উপর। স্বাগতিকদের ৪-৩-৩ আক্রমণাত্মক ফরমেশনের বিপরীতে চলতি মৌসুমে লিগে উঠে আসা নরউইচ সিটির ৪-২-৩-১ ফর্মেশনকে রক্ষণাত্মকই বলতে হবে। শুরু থেকেই লিভারপুলের আক্রমণে নিজেদের ডি বক্সেই থাকতে হয় নরউইচের ৬ খেলোয়াড়কে। যা কাল হয়ে দাঁড়ায় ম্যাচের ৭ মিনিটে। বেলজিয়ান অরিগির ক্রস ফেরাতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন হ্যানলি। একই সাথে মৌসুমের প্রথম গোলস্কোরার হিসেবেও নাম তোলেন এই ডিফেন্ডার।

এরপর লিভারপুলের আক্রমণের সাথে পাল্লা দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় নরউইচ। তবে ১৯ মিনিটে রবার্তো ফিরমিনোর সাথে বোঝা পড়ায় মোহাম্মদ সালাহ’র দারুণ ফিনিশিং ব্যবধান বাড়ায় ম্যাচে।

দুই গোলে পিছিয়ে পড়ে গোল শোধে মড়িয়া হয়ে ওঠে সফরকারীরা। তবে অল রেডদের দুর্গ অক্ষুণ্ন রাখেন আলিসন। ম্যাচে ব্যবধান ৩-০ করতে পারতেন ফিরমিনোই। তবে এ দফায় গোলরক্ষকের কল্যাণে বেঁচে যায় নরউইচ সিটি। তবে ২৮ মিনিটে আর ভুল করেননি ডাচ ডিফেন্ডার ভিরজিল। সালাহ’র করা কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে স্বাগতিকদের এগিয়ে নেন ৩-০তে।

তবে ম্যাচের ৩৯ মিনিটে সবচেয়ে বড় ধাক্কা খায় ক্লপের দল। ডান পায়ের ইনজুরিতে পড়ে আলিসন বেকার মাঠ ছাড়লে দুশ্চিন্তার ছাপ দেখায় দেয় কোচের মুখে। অবশ্য মিনিট তিনেক পর দলের ৪র্থ গোল কোরে বড় জয়ের পথ সুগম করেন অরিগি।

দ্বিতীয়ার্ধে গোলের ক্ষুধায় আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় লিভারপুল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় বারবার গোল বঞ্চিত হতে হয় স্বাগতিকদের। ফিরমিনো একাই দুইবার ফাঁকা পোস্টে বল পেয়েও সুযোগ হারান।

তবে নরউইচ সিটির ফিনল্যান্ডের স্ট্রাইকার তেমু পুক্কি ৬৮ মিনিটে দলের হারের ব্যবধান কিছুটা কমান। একই সাথে প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পেলেন গোল মেশিন।

শেষ দিকে দুই দল আর কোনো গোলের দেখা না পাওয়ায় ৪-১ এর জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়ে টানা ৪১ ম্যাচে নিজেদের মাঠে অপরাজিত রইলো লিগের বর্তমান রানার্সআপরা।

ম্যাচ শেষে লিভারপুল কোচ য়্যুর্গান ক্লপের প্রতিক্রিয়া, সবকিছু ঠিক আছে। আমরা জয় দিয়ে শুরু করেছি। এমন একটি দলের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছি যারা অনেকের জন্য বিপজ্জনক হয়ে উঠে। তাদের খেলার ধরনও ভালো।

অন্যদিকে, ভাগ্যকেই দুষলেন নরউইচ কোচ ড্যানিয়েল ফার্কি, ‘সত্যি কথা বলতে প্রথমার্ধে ভাগ্য আমাদের সাথে ছিল না। আমরা যেভাবে খেলেছি এরকম হার আমরা ডিজার্ভ করি না। অবশ্যই এমন হারে আমি হতাশ। তবে অনেক কিছু শেখার আছে এই ম্যাচ থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply