হঠাৎ ঝড়ে নাইজেরিয়ানদের তাবু ক্ষতিগ্রস্ত; কোনো হাজি আহত হননি

|

আরাফাতের ময়দানে হঠাৎ ঝড়। বজ্রপাতও হচ্ছিল। অনেক হাজি অপ্রস্তুত হয়ে পড়লেও কেউবা প্রবল ঝড় বৃষ্টির মধ্যেই অবিচল থেকে পথ চলছিলেন। আল্লাহর রহমত কামনা করছিলেন। এখন পর্যন্ত ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, নাইজেরিয়ানদের বেশ কিছু তাবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ডেইলি ট্রাস্টসহ কয়েকটি গণমাধ্যম।

স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আরাফাতে প্রচণ্ড গরম ছিল। কিন্তু হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে আসে। তারপর বৃষ্টি শুরু হলে হাজিরা অপ্রস্তুত হয়ে পড়েন। তবে, অনেক হাজিরা মনে করছেন প্রচণ্ড গরমের পর বৃষ্টি আল্লাহর রহমত।

এর আগে গতকাল হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। গতকাল সারাদিন মিনা শহরের তাঁবুতে অবস্থান করেছেন হজযাত্রীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর থেকে পবিত্র হজ পালনের উদ্দেশে মিনার পথে রওনা হন মুসল্লিরা। বাস বা গাড়িতে কিংবা পায়ে হেঁটেই তাঁবুর শহর মিনায় পৌঁছান। এরপর কয়েকদিন মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজ সম্পন্ন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply