বোর্ডের নিয়ম ভেঙে বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণে যাওয়ায় বড় ধরনের শাস্তি পেলেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ। অনির্দিষ্টকালের জন্য তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। আপাতত কোনো বেতন পাবেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
গেলো বিশ্বকাপের সময় শৃঙ্খলাভঙ্গের কারণে দেশে ফিরিয়ে আনা হয়েছিলো তাকে। এরপর উপস্থিত হতে বলা হয় বোর্ডের কমিটির সামনে। কিন্তু ২০ থেকে ২৫ জুলাইয়ের সেই শুনানিতে উপস্থিত হননি শেহজাদ। মূলত, এরপরই তাকে চুক্তি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অনির্দিষ্টকালের জন্য চুক্তি স্থগিত হওয়ায় বোর্ড থেকে কোনো সুবিধা পাবেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ইংল্যান্ড বিশ্বকাপের মাঝপথে ইনজুরির কারণে দল থেকে বাদ দেয়া হয় শেহজাদকে। অন্যদিকে এক ভিডিও বার্তায় শেহজাদ জানান, তাকে জোর করে বাদ দেয়া হয়েছে। তার কোনো ইনজুরির সমস্যা ছিল না।
Leave a reply