ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ফরহাদ (২০) নামে এক ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, ফরহাদ গাজীপুরে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সে সুবাধে ঢাকায় আসা যাওয়া করতে হতো তাকে। হঠাৎ করে তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি বাড়ি চলে আসেন। পরে আরো বেশি অসুস্থ হয়ে গেলে চারদিন আগে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি হন। ওই সময় চিকিৎসকরা জানান, ফরহাদের ডেঙ্গু হয়েছে।
অবস্থা গুরুতর হলে তাকে ময়মনসিংহ মেডিকেলে গতকাল রাতে ভর্তি করা হয়।
এ বিষয়ে মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডা. সৈয়দ হাসানুল আকাশ বলেন, ফরহাদ দেরি করে ডেঙ্গুর চিকিৎসা শুরু করেছিলেন। এখানে যখন আনা হয় তখন তার প্রেশার অনেক কম ছিলো এবং পালসও দুর্বল ছিলো। স্বজনরা লাশ কিশোরগঞ্জ নিয়ে গেছেন বলে জানান তিনি।
Leave a reply