বাংলাদেশের পাশাপাশি আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে প্রতিবেশি ভারত-পাকিস্তানেও। ত্যাগের মহিমায় দেয়া হবে পশু কোরবানি।
সকালে দিল্লি জামে মসজিদে বসবে ভারতের সবচেয়ে বড় ঈদ জামাত। পশ্চিমবঙ্গ, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা বিভিন্ন রাজ্যে মসজিদে মসজিদে নামাজ আদায় করবেন কোটি মুসল্লি।
যদিও ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত অঞ্চল জম্মু-কাশ্মিরে এবার চিত্র কিছুটা ভিন্ন। নতুন করে পুরো অঞ্চলে কারফিউ জারি বলে, কড়া সেনা প্রহরায় অবরুদ্ধ অবস্থাতেই ঈদ করছেন উপত্যকার প্রায় ৭০ লাখ মুসলিম। পাড়া-মহল্লায় ঈদের জামাত হলেও, বিক্ষোভ এড়াতে, নামাজ হবে না প্রধান মসজিদগুলোতে।
নয়দিন ধরে মুঠোফোন, টেলিফোন আর ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন থাকায় নেই স্বজনদের সাথে যোগাযোগের কোনো উপায়ও। এর আগে রোববার ঈদুল আজহা উদযাপিত হয় সৌদি আরবসহ বিশ্বের বেশিরভাগ দেশে।
Leave a reply