ইসরায়েলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে: সরকারি তথ্য

|

ইহুদীবাদী রাষ্ট্র ইসরায়েলের মুসলিম জনগোষ্ঠি মোট জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো।

আজ সোমবার এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৮ সালের শেষ নাগাদ ইসরায়েলে মুসলিম জনসংখ্যা ছিল ১৬ লাখের মতো; যা মোট জনসংখ্যার ১৭ দশমিক ৮০ শতাংশ। গত এক বছরে মোট ৩৭ হাজার মুসলিম বৃদ্ধি হয়েছে, যা আগের বছরের চেয়ে কম।

২০১৬-১৭ সেশনে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৫ শতাংশ। কিন্তু ২০১৮ সালে তা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৩ শতাংশ। জেরুজালেমে সবচেয়ে বেশি মুসলিম থাকেন। সংখ্যায় তারা ৩ লাখ ৩৭ হাজারের মতো।

ইসরায়েলের মুসলিম জনসংখ্যার ২১ শতাংশ বাস করেন জেরুজালেমে।

মুসলিম নারীদের প্রজনন হার ২০১৭ এর চেয়ে ২০১৮ তে কমেছে। আগের বছর ছিল মুসলিম নারীপ্রতি ৩ দশমিক ৩৭ জন, যা ২০১৮ সালে কমে দাঁড়ায় ৩ দশমিক ২০ জনে। ২০১৮ সালে ইহুদী নারীদের প্রজনন হার ছিল ৩ দশমিক ১৭, আর খ্রিষ্টানদের ২ দশমিক ০৬।

সূত্র: সিবিএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply