যুক্তরাষ্ট্রে এবার বৈধ অভিবাসীদের ওপর খড়্গহস্ত ট্রাম্প প্রশাসন। অভিবাসনবিরোধী নতুন নীতিমালা আরোপ হতে যাচ্ছে দরিদ্র ও সরকারি সহায়তার ওপর নির্ভরশীল অভিবাসীদের ওপর।
সোমবার মার্কিন ফেডারেল রেজিস্টার জানায় এ তথ্য।
‘পাবলিক চার্জ রুল’ শীর্ষক নতুন এ নীতিমালা কার্যকর হবে আগামী ১৫ অক্টোবর। খতিয়ে দেখা হবে প্রায় চার লাখ বৈধ অভিবাসীর আবেদন।
এদের মধ্যে দরিদ্র অভিবাসীরা পাবেন না যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দার মর্যাদা বা ‘গ্রিন কার্ড’। ন্যূনতম আয়ের শর্ত পূরণ করতে না পারলে নাগরিকত্বের পাশাপাশি হারাবেন ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগও।
জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে খাদ্য ও আবাসনসহ বিভিন্ন সরকারি ভাতা পেয়ে আসছেন এমন অভিবাসীদের ওপর বর্তাবে নতুন নিয়ম। তবে আগেই নাগরিকত্ব পেয়ে যাওয়া ব্যক্তিরা এবং শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা এ নিয়মের অন্তর্ভুক্ত হবেন না।
বিশ্লেষকরা বলছেন, নতুন নিয়মের ফলে যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীর সংখ্যা অর্ধেকে নেমে আসবে।
Leave a reply