Site icon Jamuna Television

১৫ আগস্টের পর শিথিল হতে পারে কাশ্মিরের কারফিউ

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের পর জম্মু কাশ্মীরের কারফিউ প্রত্যাহার করা হতে পারে। শিথিল হতে পারে বিধিনিষেধ।

মঙ্গলবার একথা জানিয়েছেন জম্মু কাশ্মিরের গভর্নর সত্য পাল।

তিনি জানান, ধাপে ধাপে ফেরানো হবে উপত্যকার মোবাইল ও ইন্টারনেট সেবা।

এদিকে, কাশ্মিরের বিভিন্ন এলাকায় চলছে আসন্ন স্বাধীনতা দিবসের প্রস্তুতি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, চলতি মাসের মধ্যেই উপত্যকায় পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছে সরকার। ১২ থেকে ১৪ অক্টোবর প্রথম বিনিয়োগ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অন্যদিকে, জম্মু কাশ্মির ইস্যুতে বিশেষ বৈঠকের অনুরোধ জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে পাকিস্তান।

Exit mobile version