কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

|

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া ভেড়ামারা থানার মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

সাজাপ্রাপ্ত হলেন- দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের আবু মণ্ডলের ছেলে মিলন মণ্ডল(৩৫)।

আদালত সূত্রে জানায়, ২০১৬ সালের ৩০ এপ্রিল, বিকাল ৬টায় ভেড়ামারা উপজেলার কাজিহাটা গ্রামে পুলিশি অভিযানকালে দৌলতপুর-ভেড়ামারা সড়কের মহিষাডোরা নামক স্থান থেকে আসামী মিলনকে পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে পুলিশ। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামী মিলনের বিরুদ্ধে এএসআই মো: আকতারুজ্জামান বাদি হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দ:বি: ১৯এর (১) ধারার ১(খ) ধারায় মামলা করে ভেড়ামারা থানায় সোপর্দ করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মে আদালতে চার্জশীট দাখিল করেন পুলিশ।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌসুলি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান,আসামী মিলনের বিরুদ্ধে আনিত অভিযোগের চার্জ গঠন পূর্বক রাষ্ট্রপক্ষে দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে হেরোইন ব্যবসায় জড়িত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষনা করেন বিজ্ঞ আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাভোগের আদেশ দিয়েছেন আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply