যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর গুলিতে অন্তত ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৪টার সময় নাইসটাউন-টিয়াগো আবাসিক এলাকার এক বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এখনও ওই বন্দুকধারী আত্মসমর্পণ করেনি বলে জানিয়েছে ফিলাডেলফিয়া পুলিশ।
নাইসটাউন-টিয়াগো এলাকায় মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা। তখন ওই বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় দুই পুলিশসহ কয়েকজন ব্যক্তি ওই বাড়ির ভেতরে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করেছে সোয়াট টিম।
পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বন্দুকধারী ওই বাড়িতে অবস্থান করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।
এক টুইটবার্তায় ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার রিচার্ড রস জানিয়েছেন, ওই বাড়িতে বন্দুকধারীর সঙ্গে যে কর্মকর্তারা এবং অন্য বন্দিরা আটকা পড়েছিলেন, তাদের নিরাপদে বের করে আনা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সচিব হোগান গিডলে টুইটবার্তায় বলেন, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। হোয়াইট হাউস এ ঘটনা পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
Leave a reply