ভারতে বন্যা ও ভূমিধ্বসে নিহতের সংখ্যা ২৭০ ছাড়িয়েছে। পাকিস্তানের করাচিতে বন্যার প্রভাবে মৃত্যু হয়েছে অন্তত ৪২ জনের।
দু’সপ্তাহের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা ও কর্নাটকে বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ বাসিন্দা। কেরালায় আশ্রয়শিবিরে দিন কাটছে প্রায় দু’ লাখ মানুষের। পশ্চিমের রাজ্য মহারাষ্ট্র ও গুজরাটে ব্যাপক ক্ষতিগ্রস্ত ফসলী জমি। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর শস্যক্ষেত। ওড়িষা ও অন্ধ্রপ্রদেশেও পানির নিচে বিশাল এলাকা। ছয় রাজ্যে ধসে পড়েছে হাজার হাজার বাড়িঘর। রাস্তাঘাট ও রেল লাইন বিধ্বস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা।
টানা চারদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানের করাচিতেও। বিদ্যুৎবিচ্ছিন্ন বিশাল এলাকা। নিহতদের বেশিরভাগের বিদ্যুৎস্পৃষ্ট ও বাড়ির ছাদ ধসে মৃত্যু হয়।
Leave a reply