মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শরীফ জয়নাল আবেদীন (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জয়নাল মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামের মৃত গফুর শরীফের পুত্র। তার তিন কন্যা ও স্ত্রী রয়েছে। সে ঢাকার গুলশান-১ এ সিকিউরিটিজ প্রা: লি: কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকুরী করত।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ঢাকা উপশম হেলথ পয়েন্ট প্রা: লি: হাসপাতাল থেকে রক্ত পরীক্ষা করে জানতে পারে জয়নাল আবেদীন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। পরদিন ৯ আগস্ট সে মাগুরায় এসে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থার অবনতি হলে ১০ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থা আরও সংকটাপন্ন হলে চিকিৎসকেরা ঢাকায় নিয়ে আইসিইউতে রাখার পরামর্শ দেন। কিন্তু আর্থিক দৈন্যতার কারণে তাকে পুনরায় গত ১৪ আগস্ট নিজ বাড়ীতে নিয়ে আসা হয়।
আজ ১৫ আগস্ট বৃহস্পতিবার ভোর থেকেই জয়নালের শারীরিক অবস্থা বেশী খারাপ হতে থাকে এবং দুপুরে সাড়ে ১২টার দিকে সে বাড়িতেই মারা যায়।
মাগুরার সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা জানান, মাগুরায় আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩০ জন। বর্তমানে ২৯ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a reply