ডেঙ্গুর চিকিৎসা দিতে এসে ডেঙ্গুতেই মৃত্যু

|

রাজধানীতে ডেঙ্গু রোগী চিকিৎসা দিতে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাদারীপুর স্বাস্থ্য সদর কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী তপন কুমার মণ্ডল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ সকালে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

গত ১১ আগস্ট তার শরীরের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। বুধবার তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক হলে বৃহস্পতিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় বিকেলে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। এরপরে হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

তিনি সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের যদুনাথ মণ্ডলের ছেলে।

তপন কুমার মণ্ডলকে দুই সপ্তাহ আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নম্বর অঞ্চলের শ্যামপুর ও জুরাইন এলাকায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তা দিতে মাদারীপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৮ নং ওয়ার্ডে স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি হিসেবে স্থানান্তর হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply