শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের ভিড় বাড়ছে।
একদিকে ঢাকামুখী যাত্রীরা গন্তব্য পৌঁছাতে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ভিড় করছে, অন্যদিকে ঈদ শেষে গেলেও এখনো ঢাকা থেকে রওনা হচ্ছে ঘরমুখী মানুষ।
ঈদ উপলক্ষে কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়াগামী প্রতিটি নৌযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি থাকা সত্ত্বেও লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রীবহন করা হচ্ছে।
কমবেশি একই ধরনের অভিযোগ আছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও।
কর্তৃপক্ষ বলছে, ঘাট ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো হয়েছে। নদী উত্তাল ও তীব্র স্রোত থাকায় সচেতন অনেক যাত্রী লঞ্চ ও স্পিডবোটের পরিবর্তে ফেরিতে পার হচ্ছে।
Leave a reply