Site icon Jamuna Television

এবার কেকেআর’র কোচ হলেন জ্যোতিষী ম্যাককালাম

এবার আইপিএল ফ্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে নিয়োগ পেলেন নিউজিল্যান্ডের সাবেক উইকেট-কিপার ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। গতকাল বৃহস্পতিবার এই ঘোষণা দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

এক অফিসিয়াল টুইটে কেকেআর জানায় ‘যে ঘোষণার জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন! আমাদের নতুন হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের জন্য একটা হাততালি হয়ে যাক। #ওয়েলকামব্যাকবাজ #করবোলড়বোজিতবো।’

কেকেআর এর দায়িত্ব পেয়ে খুশি ম্যাককালামও। তিনি বলেন,‘এত বড় দায়িত্ব পাওয়াটা বড় সম্মানের। কেকেআর ও টিকেআর-এ আমাদের দল আসাধারণ এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে মিলে এই দুই দলকে আমরা সাফল্য অনে দেব।’

সম্প্রতি সব রকমের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ম্যাককালাম।

২০০৮ সালে কেকেআর-এর হয়েই আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফর্মেন্স নিয়ে ভবিষ্যদ্বাণী করে যথেষ্ট বিতর্কিত হয়েছিলেন ম্যাককালাম। বলেছিলেন, মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন দলটি জিতবে মাত্র ১ ম্যাচে। তার শুধুমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাবে। বাকি নয় ম্যাচে- দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, উইন্ডিজ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে হেরে যাবে।

Exit mobile version