চলতি মওসুমের লা লিগার প্রথম ম্যাচেই দুর্বল অ্যাথলেটিক বিলবাও-র কাছে হার হজম করতে হল গত বারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। ১১ বছর পর এমন লজ্জাসকর পরিস্থিতিতে পড়তে হল স্প্যানিশ ফুটবল জায়েন্টকে।
লিওনেল মেসিহীন বার্সাকে যে এই পরিস্থিতিতে পড়তে হবে, তা ভাবতে পারেনি ফুটবল বিশ্ব। চোটের কারণে এলএম টেন খেলতে না পারলেও অ্যাথলেটিকো বিলবাও-র বিরুদ্ধে হাই প্রোফাইল অ্যান্টনি গ্রিজম্যানকে নামিয়েছিল বার্সেলোনা।
যদিও কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করা ছাড়া ম্যাচে আর বিশেষ কিছু করতে পারেননি এই ফ্রেঞ্চম্যান। এরই মধ্যে দলের অপর ফরোয়ার্ড লুইস সুয়ারেজের একটি জোরালো শট বারে লেগে ফিরে আসে। সহজ সুযোগ নষ্ট করেন বার্সার ক্রোয়েশিয়ান র্যাকেটিচ ও ব্রাজিলিয়ান রাফিনহা।
বলতে গেলে গোটা ম্যাচে সেভাবে দাগ কাটতে পারেননি অ্যাথলেটিকো বিলবাও-র খেলোয়াড়েরা। দ্বিতীয়ার্ধে ৩৮ বছরের আরিটজ আডুরিজকে নামান বিলবাও। তার ৮৯ মিনিটের গোলে ম্যাচ হাতছাড়া হয় বার্সেলোনা। তাদের প্রচুর সহজ সুযোগ হাতছাড়া করার মাশুল দিতে হয়েছে বলে স্বীকার করেছেন বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকে।
Leave a reply