বরগুনা প্রতিনিধি
পাথরঘাটা উপজেলার দক্ষিণ মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীর পেটে জোঁক প্রবেশের ঘটনা ঘটেছে। এতে ঐ ছাত্রীর প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হলে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
ঐ শিশু ছাত্রীর পরিবার অভিযোগ তাদের মেয়েকে স্কুলের মাঠ থেকে শাক তুলতে পাঠায় নাসিমা নামে এক শিক্ষিকা।
অভিযুক্ত ঐ স্কুলের শিক্ষিকা অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুল ছুটির পর কিছু ছাত্র ছাত্রী পানিতে নেমে দুষ্টুমি করে এ আমি বকাঝকা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেই। আমরা শাক তুলতে কাউকে নির্দেশ করিনি।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ জিয়া উদ্দিন বলেন ঐ ছাত্রী অবস্থা এখন স্বাভাবিক। পেট থেকে জোঁক অপসারণ করা হয়েছে। সার্বিক বিবেচনা করে ঐ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
Leave a reply