ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌ পথে সম্মিলিতভাবে ২৪৪টি দুর্ঘটনায় ২৫৩ জন নিহত ও ৯০৮ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়কেই ২০৩টি দুর্ঘটনায় ২২৪ জন নিহত এবং ৮৬৬ জন আহত হন।
ঈদের আগে ও পরে ১২ দিনে ঢাকার বাইরে যাওয়া এবং ঢাকায় ফেরার পথে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।
আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০১৯ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
প্রতিবেদনে বলা হয়, সার্বিকভাবে গতবারের চেয়ে এবার দুর্ঘটনার হার কিছুটা কমেছে।
Leave a reply