ভেজাল চারিদিকে। খাবারে ভেজাল, কাপড়ে ভেজাল, ওষুধে ভেজাল, আরও কতকিছুতেই ভেজাল পাওয়া যাচ্ছে প্রতিদিন। কিন্তু নেশাতেও ভেজাল ঢুকবে কে জানতো!
তেমনটাই ঘটেছে ভারতের মেঘালয়ে। নেশাদ্রব্যের বদলে চালাকি করে ‘রাসনা’ কোম্পানির ফলের জুসের পাউডার ধরিয়ে দিচ্ছেন মাদক ব্যবসায়ীরা।
এ খবর দিয়ে কিছুটা মজাও করেছে ভারতের মেঘালয় পুলিশ। তাদের টুইট নিয়ে হাসি-তামাশার ঝড় শুরু হয়েছে অনলাইনে।
ভাইরাল হওয়া ওই টুইটে লেখা ছিল, কেলেঙ্কারির খবর। গলা পরিষ্কার। শিলং বাজার এতটাই শুষ্ক যে ব্যবসায়ীরা ক্রেতাদের রাসনা (!?) পাউডার দিয়ে বোকা বানাচ্ছে।
‘যদি আপনার মাদক ব্যবসায়ীর কাছ থেকে রাসনা পান, তাহলে জানেন কোথায় খবর দিতে হবে। এএনটিএফ (দ্য অ্যান্টি নারকোটিক টাস্ক ফোর্স) জিন্দাবাদ!’
মজার এ টুইটের সঙ্গে তিনটি কাগজের টুকরোয় রাখা কমলা রংয়ের পাউডারের ছবিও পোস্ট করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে।
Leave a reply