চাঁদা না দেয়ায় গণধর্ষণ, গ্রেফতার ১

|

সাভার প্রতিনিধি:

অবৈধভাবে দাবি করা চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সাভারের আশুলিয়ার এক উপজাতি(মারমা) নারী গণধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টার পাঠানো হয়েছে।

রোববার সকালে আশুলিয়া ডেন্ডাবর এলাকা থেকে অভিযুক্ত রনি নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। বাকী জয় ও শামীম নামে দুইজন পলাতক রয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার মঈন উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে গত রাতে (১৭ আগস্ট) ভুক্তভোগী নারী বাদী হয়ে আশুলিয়া থানায় দায়ের করেন।

পুলিশ জানায়, গত ১৩ আগস্ট অবৈধ মদ তৈরি অভিযোগ তুলে ২ লাখ টাকা চাঁদা দাবী করে উপজাতি দম্পতির কাছে। পরে দিতে অস্বীকৃতি জানালে স্বামীকে মারধর করে পাশের কক্ষে আটকে রেখে ঔই নারী পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্ত তিনজন। একজন গ্রেফতার করা হয়েছে বাকী দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply