পশ্চিমাঞ্চলে শিডিউল বিপর্যয়: ৬/৭ ঘণ্টা দেরিতে ছাড়ছে ট্রেন

|

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রতিটি ট্রেনের শিডিউল বিপর্যয় চলছে। রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার বিভিন্ন রুটে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয়ে রয়েছে।

সকাল ৭টা ৪০ মিনিটের সিল্কসিটি ট্রেন ৬ ঘন্টা দেরিতে দুপুর ১টা ৪০ মিনিটে রাজশাহী স্টেশন ত্যাগ করেছে বলে জানায় স্টেশন কর্তৃপক্ষ।

বিকালের পদ্মা এক্সপ্রেস সাড়ে ৪ ঘন্টা দেরীতে রাত সাড়ে ৮ টায় রাজশাহী থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

শনিবারের ধুমকেতু ট্রেন আট ঘন্টা দেরীতে রবিবার রাজশাহী পৌঁছায়। ঢাকা অভিমুখী ট্রেনের মধ্যে শুধুমাত্র বনলতা এক্সপ্রেস সঠিক সময়ে ছেড়েছে।

ট্রেনগুলে ৬ থেকে ৭ ঘন্টা বিলম্বের কারণে যাত্রীরা নানামুখী ভোগান্তিতে পড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার থেকে ট্রেনের সিডিউল ঠিক হতে শুরু করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply