ধর্ষণ মামলায় কর কমিশনারের ছেলে একদিনের রিমান্ডে

|

খুলনায় সহপাঠিকে ধর্ষণ মামলায় খুলনা কর অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে সিঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহিদুল ইসলাম শুনানি শেষে দুপুরে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নগরীর সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলায় সিঞ্জয় রায়কে জিঞ্জাসাবাদের জন্য তদন্ত কমকর্তা পুলিশ পরিদশক তৌহিদুর রহমান পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খুলনা নগরীর সোনাডাঙ্গাস্থ নথ ওয়েষ্টান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছর ধরে শারীরিক সম্পর্ক গড়ে তোলে খুলনার কর কমিশনার ও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিঞ্জয় রায়। এ অবস্থায় ছাত্রী গর্ভবতী হয়ে পড়েন। সিঞ্জয় তাকে না জানিয়ে গত ১৪ আগষ্ট অন্যত্র বিয়ে করেন। ওই ঘটনায় বিশ্বদ্যালয় ছাত্রী সোনাডাঙ্গা থানায় অভিযোগ করলে পুলিশ সিঞ্জয়কে আটক করে। পরে তার নামে ধর্ষণের মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার দেখায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply