টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্লরী নদীর শাখা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ আগষ্ট) সকালে উপজেলার নলসন্ধ্যার জিয়া খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে জেলেরা মাছ ধরার জন্য ওই খালে জাল ফেলতে গেলে নদীতে লাশ ভাসতে দেখে ভয়ে চলে আসে। আশ পাশের লোকজনকে খবর দিলে শত শত নারী পুরুষ লাশ দেখতে আসে। পরে স্থানীয়রা নাগরপুর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে নিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল জানান, লাশ দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুর্বত্তরা ৮-১০ দিন আগে লোকটিকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে। খৎনা করা থাকায় আমরা লোকটিকে মুসলিম ধরে আমাদের তদন্ত কার্যক্রম শুরু করেছি।
Leave a reply