বিমা খাতের অনিয়ম নিয়ে প্রতিবেদন করায় টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেলো যমুনা টেলিভিশনের অনুষ্ঠান ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি।
‘জীবন বিমা নাকি প্রতারণার বিমা’ এই শিরোনামের পর্বটি ২০১৬ সালে শেষ দিকে প্রচারিত হয়। পর্বটিতে বিমা খাতের নানা প্রতারণা তুলে ধরা হয়। টাকা দ্বিগুণ হওয়ার কথা বলে কিংবা বিমা গ্রহীতা মারা গেলে বিপুল অংকের টাকা দেয়া হবে জানানো হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সে টাকা পরিশোধ করা হয় না। সারাদেশের এরকম অসংখ্য ভুক্তভোগীর কথা তুলে ধরা হয় প্রতিবেদনটিতে।
ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রির এডিটর অপূর্ব আলাউদ্দিন বলেন, এরআগে টানা চার বার অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কৃত হয়েছে ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি। অনুষ্ঠানের গুণগত মান, ধারাবাহিক অনুসন্ধানের জন্যই এ প্রাপ্তি এসেছে বলে আমরা মনে করি। এ ধরনের পুরস্কার নিঃসন্দেহে ভবিষ্যতে আরও ভালো মানের অনুষ্ঠান নির্মাণে আমাদের অণুপ্রেরণা যোগাবে।
উল্লেখ্য, যমুনা টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি প্রতি শুক্রবার রাত ৯.২০ মিনিটে সম্প্রচার করা হয়।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply