কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা জেলে

|

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শনিবার রাতে ওই কলেজ ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

শরিফুল ইসলাম সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের তেবারিয়া গ্রামে মোঃ তারু মিয়ার ছেলে। সে দরগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম জানান, শরিফুল প্রথমে ওই কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। শনিবার শরিফুল ওই কলেজছাত্রীকে চাচিতারা গ্রামের এক আত্মীয় বাড়িতে নিয়ে যায়। মেয়েটির বাবা গ্রাম বাসীকে বিষয়টি জানালে, গ্রামবাসী শরিফকে আটক করে পুলিশ কে খবর দেয়। পরে তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা করেন মেয়ের বাবা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply