পুত্রসন্তান হলেই উপহার, শিশুর নামে রাস্তার নামকরণ!

|

গত এক দশকে জন্ম নেয়নি একজন পুত্রসন্তানও। তাই কোন দম্পতি পুত্র সন্তান জন্ম দিলেই বাবা-মাকে দেয়া হবে বিশেষ পুরষ্কার। এমনকি ছেলের নামে রাখা হবে রাস্তার নামকরণও। এমনকি ছেলে সন্তানের জন্ম উপলক্ষে বপন করা হবে ওক গাছ। এই ঘটনা ঘটছে পোল্যান্ডের ছোট্ট গ্রাম মিয়েজস্কে ওদ্রজান্সকিয়ে-তে।

দক্ষিণ পশ্চিম পোল্যান্ডের এই গ্রামে ৯২টি বাড়িতে বাস ৩০০ জন মানুষের। ২০১০ সালের পরে এই গ্রাম কোনও সদ্যোজাত শিশুপুত্রের কান্না শোনেনি। গ্রামবাসী থেকে বিজ্ঞানী, কেউ ভেবে কুলকিনারা পাননি। ভেদ করা যায়নি প্রকৃতির এই রহস্য।

অথচ সার্বিক ভাবে পোল্যান্ডে পুত্রসন্তানের জন্মহার বেশি। ২০১৭ সালে সে দেশে ২ লক্ষ ৭ হাজার পুত্রসন্তানের জন্ম হয়েছে। কন্যাসন্তানের জন্ম হয়েছে ১ লক্ষ ৯৬ হাজার। কিন্তু সারা দেশের ধারা ওলটপালট হয়ে গিয়েছে এই প্রান্তিক গ্রামে।

গ্রামবাসীদের আশঙ্কা, এই জন্মহার চলতে থাকলে অদূর ভবিষ্যতে মেয়েদের বিয়ের জন্য গ্রামে পাত্র পাওয়া যাবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply